রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা সংবাদদাতা : মরুর আবহাওয়া যেন নেমে এসেছে চুয়াডাঙ্গায়। একদিকে তীব্র তাপপ্রবাহ, সেই সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। এপ্রিল মাস জুড়ে এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। ঈদের পর তাপপ্রবাহের ফলে খেটে খাওয়া কর্মজীবী মানুষ তাদের কর্মে ফিরতে পারেনি। অনেকটা কর্মহীন দিন পার করছে তারা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান  জানান, চুয়াডাঙ্গা জেলায় গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস,সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ। তিনি আরো জানান, এপ্রিল মাসব্যাপী মাঝারি ও তীব্র তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে এ আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় ভ্যাপসা গরম আবহাওয়া তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় সকাল থেকে কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। রিক্সা ও ভ্যান এবং ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের যাত্রী মিলছেনা। এছাড়া গরম আবহাওয়ায় কেউ কাজ না করায় দিন হাজিরায় কর্মজীবীরা বিপাকে পড়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ